নবীনদের বরণ করে নিয়েছেন ঢাকা কলেজস্থহ ফেনী ছাত্রকল্যাণ
ঢাকা কলেজস্থহ ফেনী ছাত্রকল্যাণ পরিষদ ঢাকা কলেজে নতুন ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেন।বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণের উপদেষ্টা ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বেলাল হোসেন। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল। আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল হক মানিক, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহীন মজুমদার, দেওয়ান নাজমুল,সাবেক শিক্ষার্থী আ জ ম ওবায়দুল্লাহসহ সকল সদস্যবৃন্দ।