ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
  • অন্যান্য
  • ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত ৮ টার দিকে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোহসীন উদ্দিন। তিনি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা আছে। নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি। তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর মামলা এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আমরা তাকে কোটে পাঠাবো। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন তাহলে রিমান্ডে দিবে।

অভিযুক্ত ছাত্রলীগের মশিউর রহমানের পিতার নাম মেসবাহ উদ্দিন। তিনি  গাজীপুর সদর উপজেলার কানাইয়া গ্রামের বাসিন্দা।


সর্বশেষ