ঢাকা কলেজ ছাত্রদলের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ঢাকা কলেজের (২০২৩-২৪) সেশনের প্রথম বর্ষ ফাইনাল পরিক্ষা উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ জিয়াউর রহমান খন্দকার এর সার্বিক ব্যবস্থাপনায় এই শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা কলেজের ক্যাফেটেরিয়াতে বিকেলে বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ আবু নাঈম, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রুবায়েত হোসেন , জামাল আহমেদ বাহার, সহ কলেজ ও হল ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দরা।
এ সময় মোঃ জিয়াউর রহমান খন্দকার বলেন, ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই।ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব।
প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি