ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিলস ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন
    • ক্যাম্পাস
    • রাকসু নির্বাচন ২৫ তারিখেই হবে : রিটার্নিং কর্মকর্তা

    রাকসু নির্বাচন ২৫ তারিখেই হবে : রিটার্নিং কর্মকর্তা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    গতকালের ঘটনায় আমাদের নির্বাচনী কোন কার্যক্রম ব্যাহত হয়েছে বলে আমরা মনে করছিনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাকসু যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটা প্রত্যাশা তাই আমরা সকল পক্ষের সহযোগিতা চাই। উপাচার্য স্যারও আমাদের সকল ধরণের কার্যক্রম চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন। ২৫ তারিখেই রাকসু নির্বাচন হবে। আমাদের নির্বাচনী সকল কার্যক্রম চলমান আছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

    শিক্ষক-কর্মকর্তারা যেহেতু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক-কর্মকর্তা প্রতিনিধিদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে গতকালের ঘটনার ভিত্তিতেই তারা আজকের কর্মসূচি দিয়েছেন এবং সকল জরুরী সেবা তাদের এই আন্দোলনের আওতামুক্ত। তারই প্রেক্ষিতে ২৫ তারিখেই যেহেতু রাকসু নির্বাচন তাই এটি বর্তমানে একটি জরুরী অবস্থানেই আছে। আমরা আমাদের সকল কার্যক্রম চালু রেখেছি, আমাদের অফিস খোলা রয়েছে এবং আমাদের সকল কার্যক্রমই স্বাভাবিকভাবে চলছে।

    এদিকে আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক ঘটনার জেরে পুরো ক্যাম্পাসে এখন থমথমে পরিবেশ বিরাজমান। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ডাকা পূর্ণদিবস কর্মসূচির কারণে প্রচারণার উৎসবমুখর আমেজ এখন আর নেই বললেই চলে। সরেজমিনে দেখা যায়, এ কয়দিন ধরে প্রার্থীদের প্রচারণায় যে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা একেবারেই স্তিমিত হয়ে পড়েছে। গুটিকয়েক প্রার্থী সীমিতভাবে প্রচারণা চালালেও ক্যাম্পাসে ভোটারদের উপস্থিতি নগণ্য।

    এ বিষয়ে ছাত্রদল সমর্থিত প্যানেল 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম'র ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, পোষ্য কোটা একটি মীমাংসিত ইস্যু হওয়া সত্যেও আবার ফিরে এসেছে। যতক্ষণ পর্যন্ত পোষ্য কোটাকে বিলুপ্ত না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই ইস্যুকে ঘিরে ক্যাম্পাসে আমাদের প্রচার-প্রচারণাও সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে আগামী ২৫ তারিখে যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, তা অবশ্যই নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে হবে।

    ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' -এর জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, আজকে আমাদের কোনো প্রচার-প্রচারণা হয়নি। আমরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং এর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। সবকিছু স্বাভাবিক হলে আমরা আমাদের সকল কার্যক্রম আবার চালাবো।

    এর আগে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শুক্রবার কয়েকজন শিক্ষার্থী অনশনে বসেন, এতে দুজন অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপ-উপাচার্য মাঈন উদ্দীনকে প্রশাসনিক ভবন থেকে ধাওয়া করে জুবেরী ভবনে নিয়ে যান। সেখানে তারা উপ-উপাচার্যসহ, প্রক্টর, রেজিস্ট্রারসহ কয়েকজন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন এবং হাতাহাতির ঘটনায় উপ-উপাচার্যসহ কয়েকজন আহতও হন।

    এ সময় সাধারণ শিক্ষার্থী, রাকসু প্রার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জুবেরী ভবনের কয়েকটি জানালা ভাঙচুর হয়। পরে রাত ১০টার দিকে শিক্ষক-কর্মকর্তারা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। ঘোষণার পর শিক্ষার্থীরা ১৭টি হল থেকে মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন এবং নানা ধরণের স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত ১টার দিকে প্রশাসন পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং রোববার বিকেল ৩টায় সিন্ডিকেট মিটিং ডাকা হয়।


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি