ঢাকা সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস

প্রথম ধাপের ভর্তি শেষ: ফাঁকা আছে শত শত আসন

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
ছবি:সংগ্রহীত

২০২৩-২৪ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ধাপের ভর্তি শেষ হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)  বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ১ হাজার একশত ২৫টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৬৩১টি ও মেয়েদের ৪৯৪টি আসন।

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রথম ধাপে ভর্তি শেষ হওয়ার পর ছেলেদের ৬৩১টি ও মেয়েদের ৪৯৪টি আসন ফাঁকা আছে। আগামী ৮ মে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে দ্বিতীয় ধাপে ভর্তি নেওয়ার জন্য সব ইউনিটের মেধা তালিকা প্রকাশ করা হবে।  

দ্বিতীয় ধাপে মেধাতালিকার শিক্ষার্থীদের আগামী ১৩ মে থেকে ১৫ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ভর্তি নিশ্চিতকরণের জন্য আগামী ১৪ মে থেকে ১৬ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

প্রতিদিনেরক্যাম্পাস/এআর


সর্বশেষ