জ্যেষ্ঠ আইনজীবী রফিকুর রহমানের মৃত্যুতে হাইকোর্ট অর্ধবেলা বন্ধ

জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে অর্ধবেলা আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
সোমবার (৩ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বেলা সাড়ে ১১টা থেকে আপিল বিভাগের বিভাগের বিচারকাজ বন্ধ রয়েছে। দুপুর ২টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর রফিকুর রহমান আজ সকাল ৬টা ১৯ মিনিটে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মুহাম্মদ সাইফুর তার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রফিকুর রহমান ১৯৫৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতাও করেছেন।
প্রতিদিনেরক্যাম্পাস/এআর