ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস

হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

ঢাকা কলেজের বিভিন্ন হলের দায়িত্বরত হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ আগষ্ট ) দুপুর ১২ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিক্ষোভরত শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে কলেজের ৮টি হলের সকল হল প্রভোষ্টদের পদত্যাগের আহ্বান জানান।

কারানির্যাতিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার অন্যতম সম্বন্বয়ক তাওহীদুল ইসলাম বলেন, যারা নির্বিচার সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়নার মতো আচরণ করেছে  এসব সন্ত্রাসীদের যারা মদদ দিয়েছে সেসব শিক্ষকদের আমরা আপাতত শিক্ষক হিসেবে শিকার করছি না। যেসব শিক্ষক অপকর্মের সাথে জড়িত তাদের নাম হল উত্তর ছাত্রাবাসের প্রভোষ্ট ওবাইদুল করিম, শহীদ ফরহাদ ছাত্রাবাসের প্রভোষ্ট নাসির উদ্দিন, আন্তর্জাতিক ছাত্রাবাসের কামরুজ্জামান, ইলিয়াস ছাত্রাবসের মাহমুদুল হাসান সবুজ, দক্ষিণ ছাত্রাবাসের আনোয়ার হোসেন, দক্ষিণায়ণ ছাত্রাবাসের কাজী জাহাঙ্গীর, বিজয় ২৪ ছাত্রাবাসের রফিকুল ইসলাম শিক্ষকবৃন্দের পদত্যাগ দাবি করছি।

উল্লেখ্য, ঢাকা কলেজের এসকল হল প্রভোষ্টদের বিরুদ্ধে শিক্ষার্থী দমনে ছাত্রলীগকে ফ্রি খাবার- চিকিৎসার ব্যাবস্থা করে  অধ্যক্ষকে ৬০ হাজার টাকা ছাত্রলীগকে দিতে বাধ্য করার অভিযোগ করেছে তৎকালীন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।


সর্বশেষ