কনসার্ট শেষে ঢাকা কলেজের মাঠ পরিষ্কার করলো ঢাকা কলেজ ছাত্রদল
ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐতিহ্যের সুর কনসার্টের ফলে নোংরা হওয়া ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠ পরিষ্কার করেছে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে তিন ঘন্টাব্যাপী তারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠ ঝাঁড়ু দিয়ে পলিথিন, খাবারের প্যাকেট বস্তায় ভরে সিটি কর্পোরেশন হাতে তুলে দেয় এবং ময়লা কাগজ পুড়িয়ে দেওয়ার মাধ্যমে পরিচ্ছন্নতা কাজ শেষ করেন।
পরিচ্ছন্নতার এ কর্মসূচিতে ঢাকা কলেজ ছাত্রদলের ২নং যুগ্ম-সম্পাদক মামুনুর রহমানের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা অংশগ্রহণ নেন।
মামুনুর রহমান বলেন, ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনসার্ট পরবর্তী মাঠের যে নোংরা অবস্থা হয়েছিলো তা সুন্দর ও মনোরম রাখা আমাদের দায়িত্ব। আমাদের ক্যাম্পাস শিক্ষা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা আমাদেরই দায়িত্ব। বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের সেই শিক্ষাই দিয়েছে কিভাবে ক্যাম্পাসের সৌন্দর্য, লেখাপড়ার মনোরম পরিবেশ সুন্দর রাখা যায়। পবিত্র কোরআনে বলা আছে “পরিস্কার পরিচ্ছন্নতা ঈমাণের অঙ্গ’ তাই ক্যাম্পাসের মাঠের সৌন্দর্য বজায় রাখার জন্য কনসার্ট শেষে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হয়। এসময় মাঠে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরাও তাদের এই কাজে যোগ দেন।
কলেজ ছাত্রদলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তাজবিউল হাসান, সাবেক সহ-সাধারন সম্পাদক মোস্তাফিজুর আরজু, সাবেক সহ-সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ সবুর আলী, শহীদ ফরহাদ হলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান শিবলী, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হেনা রাজিব, কর্মী হাসান আবেদ, শাহ আলম, তুষার, গোলাম রাব্বানী ,জিহাদ, হিমেল, মিজান, ইমরান, মিলন, হানজালা, সামিসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।