সোহরাওয়ার্দী উদ্যান রাত ৮টার পরে বন্ধ থাকবে

রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানও রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।
‘উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে’ এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, সন্ধ্যা ৭টার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম হাতে নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাশাপাশি উদ্যানের ভেতরে নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী বাড়ানো, উদ্যানকে সিসি ক্যামেরার আওতাধীন রাখা এবং ক্যাম্পাস সংলগ্ন উদ্যানের গেটসমূহ রাত ৮টার পর বন্ধ রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে খুন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।