ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ এইচএসসি ১৮ ব্যাচের ইফতার মাহফিলে আব্দুল কাদের ঢাকা কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ঢাকা কলেজে ইসলামি ছাত্রশিবিরের ইফতার উপহার বিতরণ সাম্প্রতিক সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় শাহবাগে ৩০ টি কলেজের শিক্ষার্থীরা ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বহিষ্কার সত্যিকারের পরিবর্তনের জন্য পুলিশ সংষ্কার জরুরি;মান্না পয়েন্ট ভাগাভাগিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে অস্ট্রেলিয়া ঢাকসাসের আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
    • বিবিধ
    • নতুন কারিকুলামে মূল্যায়ন কীভাবে হবে জেনে নিন

    নতুন কারিকুলামে মূল্যায়ন কীভাবে হবে জেনে নিন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    নতুন কারিকুলামে মূল্যায়ন কীভাবে এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে।  তথ্য অনুযায়ী, প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিদ্যালয়েই ধারাবাহিক মূল্যায়ন হবে। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে গিয়ে শিখনকালীন মূল্যায়ন হবে ৬০ শতাংশ। আর ৪০ শতাংশ মূল্যায়ন হবে ক্লাস শেষে পরীক্ষার মাধ্যমে, যেটি সামষ্টিক মূল্যায়ন বলা হচ্ছে। ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বিদ্যালয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে ৬০ শতাংশ এবং ৪০ শতাংশ হবে সামষ্টিক মূল্যায়ন। নবম ও দশম শ্রেণিতে কয়েকটি বিষয়ে শিখনকালে অর্ধেক মূল্যায়ন হবে এবং বাকি অর্ধেক সামষ্টিক মূল্যায়ন হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ ভাগ শিখনকালীন মূল্যায়ন এবং ৭০ ভাগ সামষ্টিক মূল্যায়ন হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সবাইকে অভিন্ন ১০টি বিষয় পড়তে হবে। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে, অর্থাৎ প্রতি বর্ষ শেষে হবে পাবলিক পরীক্ষা। আর এই দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসির চূড়ান্ত ফল ফল প্রকাশ করা হবে।

    ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়তে হবে অভিন্ন ১০ বিষয় :

    ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে ১০টি অভিন্ন বিষয়ে পড়ানো হবে। এরপর একাদশ শ্রেণিতে গিয়ে শাখা পরিবর্তনের সুযোগ রাখা হবে। বর্তমানে অষ্টম শ্রেণি পর্যন্ত কিছু অভিন্ন বই পড়তে হয় এবং নবম শ্রেণিতে গিয়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা- এসব শাখায় ভাগ হয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে। প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত যে ১০টি বই পড়ানো হবে, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ধর্ম, স্বাস্থ্য শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। বর্তমানে এসব শ্রেণিতে ১২ থেকে ১৪টি বই পড়ানো হয়।


    সর্বশেষ