আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নবম

ছবি:সংগ্রহীত
শ্রীলঙ্কার সাথে ম্যাচের পরে ওয়ানডে বাংলাদেশের অবস্থান নবম। সর্বশেষ ৭টি ওয়ানডে ম্যাচেই জয়হীন ছিল তারা। এই ৭ ম্যাচে হেরেছে ৬টি, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে বাকি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। সে হিসাবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাওয়া ১৬ রানের জয় বাংলাদেশকে আবার জয়ের রাস্তা চিনিয়েছে।
এই জয়ের প্রভাব পড়েছে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও। সেখানে এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের। সংযুক্ত আরব আমিরাতে গত নভেম্বরের আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছিল র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে।