ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের ‘স্পোকেন ইংলিশ, ক্যারিয়ার ও স্কিলস ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন
    • ক্যাম্পাস
    • তিতুমীরে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই দিলেন ছাত্রদল নেতা সূর্য

    তিতুমীরে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই দিলেন ছাত্রদল নেতা সূর্য

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা সহজলভ্য করতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। শিক্ষার্থীদের সার্বিক সুবিধার কথা চিন্তা করে তিনি কলেজ ক্যাম্পাসে চালু করেছেন ফ্রি ওয়াইফাই সেবা, যা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলায় বারকোড স্ক্যানিং সুবিধাসহ স্টিকার লাগিয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। সেবাটির নাম দেওয়া হয়েছে “আমার বাংলাদেশ”, যা ক্যাম্পাসের প্রায় সর্বত্র উচ্চগতির ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। 

    এই ফ্রি ওয়াইফাই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে ১০০টিরও বেশি ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে যা শিক্ষার্থীদের অনলাইন ক্লাস, গবেষণা, অ্যাসাইনমেন্ট ও যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করবে। এই ব্যতিক্রমী উদ্যোগটি তিতুমীর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর পরিবেশ গড়ে তুলতে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

    ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মাহফুজ বলেন, “ক্যাম্পাসে এই প্রথমবারের মতো আমরা এত ভালো মানের ফ্রি ওয়াইফাই পেয়েছি। এটি আমাদের লেখাপড়ায় অনেক কাজে দেবে। এর আগেও আমরা নোবেল ভাইকে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইতিবাচক কাজ করতে দেখেছি, যা আমাদের মাঝে তাকে জনপ্রিয় করে তুলেছে। ছাত্রদলকে ধন্যবাদ জানাই এমন কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য।”

    আরেক শিক্ষার্থী, ২১-২২ সেশনের সাবিনা আক্তার বলেন,

    “ক্লাসের ফাঁকে অনেক সময় আমাদের অনলাইন কনটেন্ট বা অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে সমস্যা হতো। এখন সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারছি। এটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা। আমরা আশা করি, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

    এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্য বলেন,

    “আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর বাসস্থানে ওয়াইফাই থাকলেও ক্যাম্পাসে এসে ইন্টারনেট সংকটে পড়ে। এতে তারা সময়মতো ক্লাস নোট, রিসার্চ ম্যাটেরিয়াল বা যোগাযোগে সমস্যায় পড়ে। তাই আমরা শিক্ষার্থীদের কথা ভেবেই একটি দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু করেছি। ক্যাম্পাসের বড় একটা অংশজুড়ে এখন তারা সহজেই ইন্টারনেট সুবিধা পাবেন।”

    তিনি আরও বলেন,“এর আগেও আমি শিক্ষার্থীদের সুবিধার্থে নানা ছোট ছোট উদ্যোগ গ্রহণ করেছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা উপকৃত হলে, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

    উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের ১০ তলা বিশিষ্ট নতুন অপরাজিতা ছাত্রী হলের লিফটে দীর্ঘ দিন ধরে ফ্যান না থাকায় তীব্র গরমের কষ্টে ভুগছিলেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধান করার জন্য গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অপরাজিতা ছাত্রী নিবাসের লিফটে দুটি ফ্যান স্থাপন করেন তিনি। নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ কাজটি করেন নোবেল ইসলাম সূর্য।


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি