দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে ভারতের প্রথম শিরোপা জয়

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ভারতের নারীদের বিশ্বকাপ শিরোপার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। রবিবার (২ নভেম্বর) ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ও তার সতীর্থরা ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নাটকীয় এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় ভারতের।
ফাইনালের আগে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়ের পর ভারত মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকার, যারা নিজেরাও প্রথম ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলছিল।
ফাইনালে ভারতের অনাকাঙ্ক্ষিত নায়ক হয়ে ওঠেন ওপেনার শেফালি ভার্মা। তার ঝোড়ো ৮৭ রানের ইনিংস ভারতকে ২৯৮ রানে পৌঁছে দেয়, যদিও এক পর্যায়ে ৩৫০ রানের সম্ভাবনা জেগে উঠেছিল। শুধু ব্যাটেই নয়, বল হাতেও অবদান রাখেন শেফালি—দ্রুত দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ড তার দ্বিতীয় পরপর সেঞ্চুরি (১০১) করে দলকে লড়াইয়ে রাখলেও, তিনি আউট হওয়ার পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ভারতের হাতে চলে যায়। দক্ষিণ আফ্রিকা ৪৬তম ওভারে ২৪৬ রানে অলআউট হয়।
ভারতের আরেক তারকা দীপ্তি শর্মা ব্যাট হাতে খেলেছেন রান-প্রতি-বলে ৫৮ রানের ঝলমলে ইনিংস, পরে বল হাতে নিয়েছেন ৫ উইকেট মাত্র ৩৯ রানে। পুরো টুর্নামেন্টে তার সংগ্রহ ২২ উইকেট ও ২১৫ রান, যা তাকে এনে দিয়েছে সেরা খেলোয়াড়ের পুরস্কার।
শেফালি ভার্মা ম্যাচসেরা নির্বাচিত হন। তিনি মূলত ইনজুরিতে থাকা এক খেলোয়াড়ের পরিবর্ত হিসেবে নকআউট পর্বের আগে দলে ডাক পান—আর সেই সুযোগেই তিনি হয়ে ওঠেন ভারতের জয়যাত্রার প্রতীক।
এই জয়ের মধ্য দিয়ে ভারতীয় নারী ক্রিকেট নতুন ইতিহাস গড়ল—প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি তুলে নিয়ে বিশ্ব ক্রিকেটে তাদের আসন পাকাপোক্ত করল হরমনপ্রীত কৌরের দল।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস