২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৮:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস, দোলযাত্রা এবং অন্যান্য ধর্মীয় ও জাতীয় উপলক্ষে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রায় ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি সরকারি, বেসরকারি সব স্তরের স্কুল-কলেজের জন্য প্রযোজ্য।
২০২৫ সালের ২ মার্চ থেকে শুরু হবে রমজান মাস এবং এর সঙ্গে মিলিয়ে বিভিন্ন ছুটি, যার মধ্যে শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর, ঈদুল ফিতরসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলোর ছুটি অন্তর্ভুক্ত। ৮ এপ্রিল পর্যন্ত এই ছুটি থাকবে। অর্থাৎ, ২৭ ফেব্রুয়ারির পর থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সব ক্লাস বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী জানিয়েছেন, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী ৪০ দিনের ছুটি থাকবে। এই ছুটির মধ্যে ১ মার্চ থেকে শুরু হতে পারে রমজান, তবে সরকারি, বেসরকারি সব স্কুলের জন্য ছুটি থাকবে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সর্বশেষ ক্লাস পরিচালনা করবে, তারপর থেকেই বন্ধ থাকবে।
১০ এপ্রিল থেকে শুরু হবে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হবে, সেগুলোর জন্য একটি দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। ১০ এপ্রিল থেকে ২ মাস ১০ দিন টানা ছুটি থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী এই দীর্ঘ ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বজায় রাখার জন্য হোমওয়ার্ক দেওয়া হবে। অধ্যক্ষরা জানিয়েছেন, পরীক্ষার পর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হবে, তবে ২ মাসের এই বিরতির মধ্যে প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস নেওয়ার চিন্তা করছে।
রাজধানীর বিভিন্ন স্কুল এবং কলেজে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমান হোসাইন বলেছেন, ‘সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়েছে, তবে যদি কোনো পরিবর্তন হয়, তা সংশোধন করা হবে। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে হোমওয়ার্ক দেওয়া হবে, যার মাধ্যমে তারা আগামী ক্লাসের প্রস্তুতি নিতে পারবে।’
এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এক নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত ক্লাস চালিয়ে নিতে পারবে। তবে ছুটির সময়ে এসব প্রতিষ্ঠানকে ক্লাস চালানোর জন্য একটি নির্দিষ্ট নিয়ম-কানুন পালন করতে হবে।
প্রতিদিনের ক্যাম্পাস / এএস