ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ ব্যবসা শিক্ষা অনুষদের ৯ সদস্যের কমিটি গঠন শাখার

বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার ব্যবসা শিক্ষা অনুষদের ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আহ্বায়ক আসিফ উল্লাহ রিমন ও সদস্য সচিব শুভ্র দেব।
গতকাল ৭ মে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয় । উক্ত সভায় সংগঠনের ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত।
সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখা সভাপতি রাহাত বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাসের প্রতি পর্বেই আমাদের সংগঠন শিক্ষার্থীদের সংগঠিত করে শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার্থে ভূমিকা পালন করেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আদর্শিক ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার আন্দোলনে এই কমিটি ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
নবনির্বাচিত ব্যবসা শিক্ষা অনুষদ কমিটি—
আহ্বায়ক : আসিফ উল্লাহ রিমন (ব্যবস্থাপনা বিভাগ)
সদস্য সচিব: শুভ্র দেব (হিসাববিজ্ঞান বিভাগ)
সদস্য: : মো. সাখাওয়াত হোসেন (ব্যবস্থাপনা বিভাগ)
: সুদীপ্ত দাস গুপ্ত (হিসাববিজ্ঞান বিভাগ)
: বাধন দাস (হিসাববিজ্ঞান বিভাগ)
: মোঃ শাকিল হাওলাদার (ব্যবস্থাপনা বিভাগ)
: তারিকুল ইসলাম (হিসাববিজ্ঞান বিভাগ)
: শাহরিয়ার খান শিহাব (হিসাববিজ্ঞান)
: মেহেদী হাসান মুন্না (হিসাববিজ্ঞান বিভাগ)