ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত

ঢাকা কলেজ প্রতিনিধি : জুলাই যোদ্ধা ও ঢাকা কলেজের শিক্ষার্থী আরমান আহমেদ শাফিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গত ১ নভেম্বর শনিবার দুপুরে তার মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, মরদেহটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল, আর খাটের ওপর হাঁটু গেড়ে বসা অবস্থায় পাওয়া যায়।
স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা গেছে, আরমান আহমেদ শাফিন ঢাকা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তরা জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরমান রাজধানীর উত্তরা ৮ নম্বর রেলগেট এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
জানাযায় অংশ নিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “আরমান আহমেদ শাফিন এই ঢাকা কলেজেরই শিক্ষার্থী ছিলেন। তিনি জুলাই যোদ্ধা ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন—এই দোয়া করছি।”
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, “আমরা আজ যে মাঠে জানাজার জন্য দাঁড়িয়ে আছি, আরমান এই মাঠেই খেলাধুলা করত, এই মসজিদেই নামাজ পড়ত।জুলাই গণঅভ্যুত্থানের সময় সে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আহতও হয়েছিল।এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়—তার শরীরে আবরার-ফরহাদের মতো কালো দাগ ছিল।তাই এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমরা মনে করি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।”
ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী সোহেল রানা আনসারী বলেন, “আরমান আহমেদ শাফিন ছিলেন ২৪ সালের জুলাই আন্দোলনের সম্মুখসারির এক যোদ্ধা।তিনি সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতেও বিভিন্ন যৌক্তিক আন্দোলনে সক্রিয় ছিলেন।আমরা তার জন্য দোয়া করি—আল্লাহ তায়ালা যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করেন।”
প্রতিদিনের ক্যাম্পাস //এএস