ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • দিনাজপুরের হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউমার্কেট থানায় হামলা বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই: উপদেষ্টা নাহিদ ইডেন মহিলা কলেজ বসুন্ধরা শুভসংঘ শাখার সাংস্কৃতিক আয়োজন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার ঢাকা কলেজস্থ মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ সংসদ এর সভাপতি রাব্বির সম্পাদক মনির জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই চলবে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ রাতের ভোটে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উদ্যোগে লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত
    • আন্তর্জাতিক
    • যেভাবে দামেস্কে আসাদের বাসভবনে লুটপাট করেছে বিদ্রোহীরা

    যেভাবে দামেস্কে আসাদের বাসভবনে লুটপাট করেছে বিদ্রোহীরা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    অনলাইন ডেস্ক: বিদ্রোহীদের সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বৈরশাসনের অবসান ঘটে। এর পরপরই দেশজুড়ে উল্লাসে মেতে উঠেছেন লাখ লাখ সিরীয় নাগরিক। তাদের মধ্যে অনেকে দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে লুটপাট চালিয়েছেন।

    ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বলেছেন, রোববার বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পরপরই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিলাসবহুল বাড়িতে লুটপাট করেছেন কয়েক ডজন সিরীয়।

    এ সময় বিভিন্ন বয়সী নারী, শিশু এবং পুরুষদের আসাদের বাড়ি ও বিশাল বাগানে ঘুরতে দেখা যায়। প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো একেবারে খালি থাকলেও কিছু আসবাবপত্র মেঝেতে পড়ে রয়েছে। এছাড়া প্রাসাদে সংরক্ষিত আসাদ ও তার বাবার বেশ কিছু প্রতিকৃতি ভেঙে ফেলেছেন তারা|

    দামেস্কের বাসিন্দা ৪৪ বছর বয়সী আবু ওমর বলেন, ‘‘আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। তারা অবিশ্বাস্য উপায়ে আমাদের ওপর নিপীড়ন চালিয়েছে।’’

    নিজের মোবাইল ফোনে প্রেসিডেন্ট প্রাসাদে তোলা ছবি দেখিয়ে তিনি বলেন, ‘‘আমি এখানে এসে ছবি তুলছি। কারণ আসাদের বাড়ির মাঝখানে আসতে পেরে অত্যন্ত খুশি।’’

    রোববার সিরীয় নাগরিকদের ঘুম ভেঙেছে পরিবর্তিত এক পরিস্থিতিতে। ঘুম থেকে উঠেই সিরিয়ার নাগরিকরা নতুন এক দেশ দেখতে পান। যেখানে মাত্র ১১ দিনের তড়িৎগতির এক বিদ্রোহী অভিযানে ক্ষমতার মসনদ উল্টে গেছে বাশার আল-আসাদের। সকালের দিকেই ব্যক্তিগত বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। তবে তার গন্তব্য এখন পর্যন্ত অজানাই রয়েছে।

    যদিও সিরিয়ার একাধিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ তাকে বহনকারী বিমানটি উড্ডয়নের পরপরই উপকূলীয় এলাকায় পৌঁছানোর আকস্মিকভাবে ইউটার্ন নেয়। এর কয়েক মিনিট পর বিমানটি সিরিয়ার আকাশ থেকে উধাও হয়ে যায়।

    সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনটি দামেস্কের আল-মালিকি অভিজাত এলাকায় অবস্থিত। সেখানে তিনটি ছয় তলা ভবন নিয়ে গঠিত তার বাসভবন। এএফপির একজন সংবাদদাতাও কয়েক কিলোমিটার দূরে দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে পুড়ে যাওয়া একটি অভ্যর্থনা হল দেখেছেন।

    পতনের আগ পর্যন্ত আসাদের বাসভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির সাধারণ নাগরিকদের প্রবেশ সীমিত ছিল। বাসভবনের এক কক্ষ থেকে অপর কক্ষে যাওয়ার সময় আবু ওমর বলেন, তিনি আনন্দে উদ্বেলিত|

    দামেস্কের এই বাসিন্দা বলেন, ‘‘আমি আর ভয় করছি না। এখন আমার একমাত্র উদ্বেগ, আমরা সিরিয়ান নাগরিক হিসাবে সবাই ঐক্যবদ্ধ হবো এবং একসাথে এই দেশটি গড়ে তুলবো।’’

    সূত্র: এএফপি

     


    সর্বশেষ