৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১৪:২৬ অপরাহ্ন
ঢাকা কলেজ প্রতিনিধি : ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এই ক্যাম্পেইন শুরু হয় । ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। সকাল থেকে শুরু করে এই ক্যাম্পেইন বিকাল ৫ টা পর্যন্ত চলবে।
সরজমিনে গিয়ে দেখা যায়, এই মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে শতাধিক শিক্ষার্থী এ সেবা গ্রহণ করছে । শিক্ষার্থীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ, BMI ও ব্লাড প্রেসার চেক-আপ, স্বেচ্ছায় রক্তদান, স্বাস্থ্য সচেতনা ও পরার্মশ ইত্যাদি সুবিধা নিচ্ছে ।
উদ্বোধনী বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন , " স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগকে আমি স্বাগত জানায়। যেসকল শিক্ষার্থী এখানে সেবা নিতে আসছো তাদেরকে অভিনন্দন জানায়। কলেজের ছোট একটি মেডিকেল সেন্টার আছে সেখানে একজন ডাক্তার নিয়োগ দিয়েছি । এর সাথে যদি মাঝেমধ্যে মেডিকেল ক্যাম্প হয় সেটি শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হবে। প্রথাগত ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য এটি একটি অনন্য উদ্যোগ। এরকম প্রতিটি সংগঠন যদি ছাত্রদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং বাস্তবায়ন করে সেটিতে আমরা সবসময় উৎসাহিত করবো।এবং ভবিষ্যতে এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।"
মেডিকেল ক্যাম্পেইনে যোগ দিয়ে ইসলামি ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, আমাদের সকল কার্যক্রমের উদ্দেশ্য একটাই সেটি হল ছাত্রবান্ধব । আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করবো প্রত্যেকটি শিক্ষার্থীর যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে । কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। দেখা যায় আমাদের অনেক ছাত্র হলের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আছে কিন্তু আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারি না। আমাদের মেডিকেল ক্যাম্প আজকে দিনব্যাপী চলবে। সুশৃঙ্খলভাবে সকলের সেবা নেওয়ার অনুরোধ করছি।
এ মেডিকেল ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান আফনান । তিনি বলেন , বিগত ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের কাজগুলোকে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌছাতে পারি নাই। সেই সুযোগ আমাদের দেওয়া হয় নাই। আমাদের কার্যক্রমকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকের মেডিকেল ক্যাম্পে কয়েকটি সার্ভিস রাখা হয়েছে। মেডিসিন, ডেন্টাল, বিএমআই, ব্লাড গ্রুপ, ব্লাড ডোনেশন ও বিনামূল্য শিক্ষার্থীদের জন্য ঔষধ সরবরাহের ব্যবস্থা করেছি।