আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে গিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা গণজমায়েত কর্মসূচিতে ঘোষিত তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আজ শনিবার (১০ মে) বেলা সোয়া দুইটায় ঢাকা কলেজ হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় হয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা। এতে এলিফেন্ট রোডের এক পাশের সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় তারা ‘ব্যান, ব্যান আওয়ামী লীগ’;
‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,
দিল্লি না ঢাকা,
মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’;
‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাত্র ১৫ দিনে আওয়ামী লীগ সরকার দুই হাজার মানুষকে হত্যা করেছে। এমন গণহত্যা করার পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। আমরা ছাত্ররা এই সরকারকে আর কোনো সুযোগ দিতে চায় না। গণহত্যাকারী আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’
এর আগে গত বুধবার (৭ মে) গভীর রাতে আওয়ামী লীগ আমলের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদ দেশত্যাগ করে। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপি। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে শাহবাগে গণজমায়েত কর্মসূচির ডাক দেন। মূলত এ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে শাহবাগে গণজমায়েত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে জানান ঢাকা কলেজের শিক্ষার্থীরা।