শিক্ষার্থীদের মাঝে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের কুরআন বিতরণ

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির। এতে পাঁচশত জন শিক্ষার্থীকে কুরআন বিতরণ করেন সংগঠনটি।
মঙ্গলবার ( ১৩ মে ) দুপুর ২ টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে কুরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কুরআন দিবসের আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে কুরআন ও শিবিরের প্রকাশনা সামগ্রী বিতণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
কুরআন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ শায়খ জামাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান আফনান ও শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর ইসলাম বলেন, আমরা দেখেছি যে মানুষগুলো জাহিলিয়াতের যুগে ধর্ষণ,চুরি ছিনতায়সহ বিভিন্ন পাপাচারে লিপ্ত ছিল তারা কুরআনের ছোয়াতে আসার পরে নারীর দিকে তাকানোর সময়েও আল্লাহর বিধি বিধান মেনে চলত এবং সমাজের উতকৃষ্ট মানুষে পরিণত হয় । আমরা যদি এই কুরআনের আলোকে আমাদের জীবন, পরিবার ও সমাজ পরিচালনা করে পারি তাহলেই এই সমাজে ভালো পরিবর্তন সম্ভব। '
তিনি আরও বলেন, '৫ই আগস্টের পর রাজনীতিতে একটি সু্স্থ পরিবেশ এসেছে, আসুন রাজনৈতিক আদর্শের প্রতিযোগীতা করি ছাত্রসমাজ সিদ্ধান্ত নিবে তারা কার আদর্শ গ্রহণ করব। কিন্তু আমাদেরকে যে রাজাকার ট্যাগ যেটা এখন পর্যন্ত সবচেয়ে বড় স্বৈরাচার হাসিনা দিয়েছিল, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যারা আমাদেরকে আদর্শ দিয়ে পরাজিত করতে ব্যর্থ হয়েছে তারা আগের মতো আগের ধারা রাজনীতি আবার শুরু করেছে। তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এ পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয় নি হবেও না, সকল প্রকার মিথ্যা প্রোপাগান্ডা প্রকাশ পাবেই তখন এর জবাব পাবেন। '