৫ আগষ্টের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের

আগামী ৩৬ জুলাইয়ের (৫ আগস্ট) আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্লাটফর্ম নিয়ে গঠিত ‘জুলাই ঐক্য’-এর নেতারা।
বুধবার (৭ মে) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
এ সময় তারা আওয়ামী লীগ প্রধান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি এবং আওয়ামী লীগের বিচার চেয়ে একাধিক স্লোগান দেন।
মানববন্ধনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, আগামী ‘৩৬ জুলাই’র মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার করতে হবে। পিলখানা ও শাপলা গণহত্যার বিচার করতে হবে। জুলাই ঐক্য কোনো রাজনৈতিক দল নয়।
তিনি বলেন, ৩৬ জুলাইয়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। যদি না হয়, তাহলে ‘৩৬ জুলাই’ সচিবালয় ঘেরাও দেওয়া হবে। যে সচিবালয়ে বসে এখনো ষড়যন্ত্র করা হয়, সেখান থেকে কাউকে বের করা সম্ভব হবে না। জুলাই শহীদদের রক্ত নিয়ে কাউকে টেন্ডারবাজি করতে দেওয়া হবে না।
গত মঙ্গলবার (৬ জুলাই) জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জুলাইয়ে গণহত্যা এবং শাপলা গণহত্যার বিচারের দাবি জোরালো করতে ৩৫টি সংগঠন মিলে ‘জুলাই ঐক্য’ নামে একটি প্লাটফর্ম গঠন করেছে।