ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে  মানববন্ধন  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত
    • জাতীয়
    • সড়ক অবরোধ করে আন্দোলন; তীব্র ভোগান্তিতে নগরবাসী

    সড়ক অবরোধ করে আন্দোলন; তীব্র ভোগান্তিতে নগরবাসী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    রাজধানীর গুরুত্বপূর্ণ কাকরাইল মোড় ও গুলিস্তানে অবরোধের কারণে আজও ঢাকার বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ এ দুটি সড়ক সকাল থেকেই অবরুদ্ধ। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

    গতকাল বুধবার থেকে তিন দফা দাবিতে কাকরাইল মোড়ে টানা আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেও দুদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। এতে যানজটে স্থবির হয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন সড়ক।

    কাকরাইল সড়কে যান চলাচল বন্ধ গতকাল বুধবার থেকেই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এদিন বিকেলে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলেও আজ বৃহস্পতিবার আবার অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। যে কারণে সকাল ৮টা থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে পড়ে তীব্র যানজট।

    রাজধানীর গুলিস্তানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আহসান হাবিব। ভোগান্তি ভেবেই মিরপুর থেকে মোটরসাইকেল রেখে মেট্রোরেলে রওনা দেন অফিসের উদ্দেশ্যে। সচিবালয় মেট্রো স্টেশনে নামার পর রিকশা নেন। তাতেই যেন বাধে বিপত্তি। সামনে যে সড়ক বন্ধ। দক্ষিণ সিটি করপোরেশনের সামনে অবরোধের ফলে সড়কে বন্ধ যান চলাচল। আধাঘণ্টায়ও কূলকিনারা না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন তিনি।

    সকাল ১০টা থেকে সরেজমিনে ও বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, তেজগাঁও, মগবাজার, মালিবাগ, পল্টন, শাহবাগ, কাকরাইল মোড়, গুলিস্তান, মতিঝিলজুড়ে কোথাও তীব্র যানজট আবার কোথাও গাড়ির চাপ অনেক। অনেক স্থানের যাত্রীদের গণপরিবহন থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে যেতে দেখা যায়। এছাড়াও বৃষ্টিতে সড়কের যানজট বৃদ্ধি পেয়েছে।

    রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে ফুলবাড়িয়া এলাকায় অটোরিকশায় আসতে দেড় ঘণ্টা সময় লাগে নাদিয়া শারমিন নামের একজন গণমাধ্যমকর্মীর। তিনি বলেন, সড়কের মাঝে মাঝে অবরোধ করে বন্ধ রাখা হয়েছে সড়ক। রিকশা চলার মতো রাস্তাও ফাঁকা নেই। অনেক মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।