ছাত্রদল নেতা সুমনের অর্থায়নে বিনামূল্যে শিক্ষার্থীদের ফরম ফিলাপ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার আহ্বায়ক সদস্য সুমন ইসলাম নীলফামারীর ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ফরম পূরণের ব্যবস্থা করেন। শনিবার (১৮ অক্টোবর) ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে, ছাত্রদল নেতা এ উদ্যোগ ঘোষণা করেন।
এ সময় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্যবৃন্দ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, আগামী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণদের নিজ অর্থায়নে বিনামূল্যে ফরম পূরণের ব্যবস্থা করবেন ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য ও ফুলতলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সুমন ইসলাম।
শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে আর এমন কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ছাত্রদল নেতা সুমন ইসলাম বলেন, শিক্ষার্থীদের আর কি কি সমস্যা আছে সেগুলো শুনে সমাধান করব, প্রতিটি ক্লাস থেকে নিয়মিত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল কারীদের শিক্ষাবৃত্তি প্রদান করার ব্যবস্থা করব , সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষায় প্রতিটি ক্লাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয়কে পুরস্কার প্রদান করা হবে এছাড়াও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকারও করেন ।
প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি