সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১০ হাজার ২১৯

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বুধবার (৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে (১১০০০-২৬৫৯০/-) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আগামী ৮ নভেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। আবেদন শেষ হবে ২১ নভেম্বর। টেলিটকের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।
প্রতিদিনের ক্যাম্পাস/ এ এম