ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ এইচএসসি ১৮ ব্যাচের ইফতার মাহফিলে আব্দুল কাদের ঢাকা কলেজ ছাত্রদল নেতার উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ঢাকা কলেজে ইসলামি ছাত্রশিবিরের ইফতার উপহার বিতরণ সাম্প্রতিক সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় শাহবাগে ৩০ টি কলেজের শিক্ষার্থীরা ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বহিষ্কার সত্যিকারের পরিবর্তনের জন্য পুলিশ সংষ্কার জরুরি;মান্না পয়েন্ট ভাগাভাগিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে অস্ট্রেলিয়া ঢাকসাসের আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
  • ঢাকা কলেজস্থ ফেনী ছাত্রকল্যাণের নতুন নেতৃত্বে মুন্না ও আনসার

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    ঢাকা কলেজ প্রতিনিধি :

    ঢাকা কলেজস্থ ফেনী ছাত্রকল্যাণের ৯১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে । কমিটিতে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন (২০১৮-১৯) সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান মুন্না এবং সাধারণ সম্পাদক (২০১৯-২০) সেশনের শিক্ষার্থী আবরার আহমেদ খান আনসার। 

    বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ফেনী ছাত্রকল্যাণ উপদেষ্টাদের স্বাক্ষর সংবলিত একটি নোটিশ প্রকাশ করেন ঢাকা কলেজস্থ ফেনী ছাত্রকল্যাণের ফেসবুক পেইজে ।

    নতুন এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসাবে  রাশেদ খানসহ সহ-সভাপতি হিসাবে ফরিদুল ইসলাম তুষার, ইকবাল হোসেন রায়হান,ফিরোজ বিন কাদের, হাসিবুল ইসলাম ইরাজ, জামাল উদ্দিন, আবদুর রহমান রায়হান,মো: ইব্রাহিম মজুমদার, হৃদয় দেবনাথ, আসাদ উল্লা,মোশারফ হোসেন,শিবলু,মো:জাহিদুল,ইসলাম,
    আব্দুল আলিম সিজান, আশিস দাস,ইমতিয়াজ,মাহমুদ ভূঁইয়া, জুবায়ের হোসেন হৃদয়,দেলোয়ার হোসেন, রাকিব হাসান, ইব্রাহিম সাব্বির, নূরুন নবী ইমন,প্রকাশ দাস,সোয়াইব মাহমুদ সিফাত ও সিজাতুল ইসলাম । 

    সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  সাঈদ মাহমুদ শান্ত মিয়াজীসহ আরো যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মুহাম্মদ ওমায়ের,সায়েম মাহমুদ ভূঁইয়া,সাইফুল ইসলাম রেদোয়ান,তৌহিদুল ইসলাম স্বাধীন, সৌরভ পাটোয়ারী,তানভীর হোসেন তানিম,তন্ময় দেবনাথ, আরাফাত মিয়াজী, আল ফায়েজ সামির,শামসুদ্দিন রোমান,মো: সামছুল উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ,রোয়েল রয়,সিরাজুল ইসলাম ইমন ও হাসান মাহমুদ। 

    সংগঠনিক সম্পাদক তোফাজ্জল হক মেহেদী। সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত হয়েছে আরমান হোসেন জয়,মেহেদী হাসান, সাইদুর রহমান নোমান, আলি আকবর মামুন,  ইরাজুল হক, রাতুল আশিকুর রহমান, আব্দুর রহিম ও ফোরকান ইসলাম ভূঁইয়া।

    এই কমিটিতে আরও রয়েছে দপ্তর সম্পাদক ফোরকান ফাহাদ, প্রচার সম্পাদক তৌফিক এলাহী,সহ প্রচার সম্পাদক ইমতিয়াজ হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম হাছিব। 

    উল্লেখ্য,  ঢাকা কলেজস্থ ফেনী ছাত্রকল্যাণ সমিতি শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে । শিক্ষার্থীদের নিয়ে বছর জুড়ে  নানা মুখী আয়োজন করে থাকে ।


    সর্বশেষ