ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস

ঢাকা কলেজে ইসলামি ছাত্রশিবিরের ইফতার উপহার বিতরণ

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
ছবি: ছাত্রশিবিরের শাখা সভাপতি নিজ হাতে ইফহার দিচ্ছেন

ঢাকা কলেজ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা কলেজে গণ-ইফতার উপহার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অংশ নেন অন্তত দেড় হাজার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কলেজটির কেন্দ্রীয় খেলার মাঠে শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় এ কর্মসূচি পালন করা হয়।

ঢাকা কলেজের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, ছাত্রশিবিরের এমন উদ্যোগকে সাধুবাদ জানায়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আলাদাভাবে ৫০ টাকা খরচ হলেও ভালো মানের ইফতারি হয় না; এক্ষেত্রে ছাত্রশিবির আমাদের আজ ভালো ইফতারি দিয়েছে। আমরা চায় তারাসহ বাকি ছাত্র সংগঠন গুলো যেন শিক্ষার্থীদের মাঝে গণ-ইফতার কর্মসূচি চালু রাখেন।

তালেব নামে আরেক শিক্ষার্থী বলেন, প্রতিদিন এভাবে আমাদের ইফতারি দেওয়া হোক। এটা খুবই ভালো উদ্যোগ। ছাত্রদলও হলে হলে ইফতারি পৌঁছে দেয়। এমন বাংলাদেশই আমরা চেয়েছিলাম।

 

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ কালবেলাকে বলেন, রমজান মাস উপলক্ষে আমরা ইফতার উপহার কর্মসূচি পালন করছি। আজ ঢাকা কলেজে ১২০০ থেকে ১৫০০ শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করেছি। বিগত ১৬ বছরে ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের কারণে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের কর্মসূচি পালন করতে পারেনি।

 

শিবিরের আয়ের উৎস নিয়ে তিনি আরও বলেন, সাবেক ও বর্তমান শুভাকাঙ্ক্ষীদের এয়ানত এবং সংগঠনের প্রলাশনা থেকে প্রাপ্ত মুনাফাই আমাদের উৎস।


প্রতিদিনের ক্যাম্পাস/এফএ


এফএ