ঢাকা কলেজ এইচএসসি ১৮ ব্যাচের ইফতার মাহফিলে আব্দুল কাদের

ঢাকা কলেজে ভর্তি হওয়ার মধ্য দিয়েই প্রথম শহরে আসা বলে মন্তব্য করেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন।
তিনি বলেন, অজপাড়া গাঁ থেকে উঠে আসা ডান-বাম না চেনা আমি ঢাকা কলেজ ক্যাম্পাস-হলকে আমার আপনালয় হিসেবে বানিয়েছি। সে হিসেবে এই চিরচেনা আঙ্গিনা, চিরচেনা মানুষগুলা আমার আবেগের জায়গা।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) ঢাকা কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে এইচএসসি ব্যাচ-২০১৮-এর আয়োজিত ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক আরও বলেন, বাস্তবতার নিরিখে এই মানুষগুলার সাথে সাক্ষাৎ হয় না, ক্যাম্পাসে যাওয়া হয় না। দীর্ঘদিন পরে আজকে আবারও মাহে রমজানের ইফতারকে কেন্দ্র করে আপন মানুষদের সাথে মিলিত হলাম, স্মৃতিচারণ করলাম, নিঃসন্দেহে এইদিন'টা আনন্দের, স্মৃতির পাতায় জায়গা করে নেওয়ার মতো।
পুনর্মিলনীতে আসা মাসুদুর রহমান বলেন, পরিচিত মুখগুলোকে একসাথে দেখে মনেই হয়নি সাত বছর পরে দেখা।
দীর্ঘ সাত বছর পরে বন্ধুদের দেখা পেয়ে সবাই আবেগ আপ্লুত হয়ে পরে। সবাই শিক্ষা জীবনের স্মৃতি নিয়ে খোশমেজাজে গল্প ও বন্ধুদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেন। এতে এইচএসসি ব্যাচ ২০১৮ শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের তৈরি হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়াও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।