সিরিয়ার ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে ও দক্ষিণাঞ্চলীয় সুইদায় শহরে ইসরায়েলি বিমান হামলা করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘নির্লজ্জ হামলা’ বলে নিন্দা জানিয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েল ‘উত্তেজনা উস্কে দিচ্ছে’ বলে অভিযোগ করেছে তারা।
মঙ্গলবারের ইসরায়েলের হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন, প্রেসিডেন্ট প্রসাদ এলাকা এবং সামরিক সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কয়েকজন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হন এবং অবকাঠামো ও জনসেবামূলক স্থাপনাও ধ্বংস হয় বলে জানিযেছে সিরিয়ান কর্তৃপক্ষ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল ইচ্ছাকৃতভাবে উত্তেজনা উসকে দিতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে এই হামলা চালিয়েছে।”
তারা আরও জানায়, “এই বিপজ্জনক উত্তেজনা ও পরিণতির জন্য ইসরায়েলকে পুরোপুরি দায়ী করছে সিরিয়া”।