রাজস্ব আহরণে সফলতা পেয়ে প্রসংশায় ভাসছে মানিকগঞ্জ ভ্যাট বিভাগ

উন্নয়ন অভিযাত্রায় বর্তমান সরকারের রাজস্ব আদায়ের অন্যতম খাত হলো ভ্যাট। ডিজিটালাইজ করে দক্ষতা ও সক্ষমতার মাধ্যমে ভ্যাট, আয়কর ও শুল্ক আরো বাড়ানো যায় সহজে। এরই ধারাবাহিকতায় ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (ঢাকা-পশ্চিম) এর আওতাধীন মানিকগঞ্জ ভ্যাট বিভাগ অভিনব কৌশল অবলম্বন করে চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে রাজস্ব আহরণে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। বিভাগটি এক মাসেই প্রায় ১০ কোটি টাকার মূসক (ভ্যাট) আদায় করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। মানিকগঞ্জ ভ্যাট বিভাগের অধীনে দুটি সার্কেল রয়েছে—মানিকগঞ্জ ও শিবালয়। এর মধ্যে মানিকগঞ্জ সার্কেল সেপ্টেম্বর ২০২৫ মাসে ৭ কোটি ২৪ লাখ টাকা মূসক আহরণ করেছে, যা সেপ্টেম্বর ২০২৪ সালের তুলনায় ১২ শতাংশ বেশি। শিবালয় সার্কেল একই সময়ে ২ কোটি ৫০ লাখ টাকা মূসক আদায় করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ১৩ শতাংশ বেশি।
মানিকগঞ্জ ভ্যাট বিভাগ এর বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কমিশনার সুভাষ চন্দ্র বোস বলেন, মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও প্রতিকূলতা সত্ত্বেও মানিকগঞ্জ ভ্যাট বিভাগ এর সকল কর্মকর্তা, কর্মচারীদের অক্লান্ত প্রচেষ্টায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং এর ধারাবাহিকতা বজায় রাখা হবে।
তিনি আরও জানান,
“মাননীয় কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় রিটার্ন দাখিলের হার ৬০ শতাংশ থেকে বেড়ে ৮১ শতাংশে উন্নীত হয়েছে, যা মানিকগঞ্জ ভ্যাট বিভাগের জন্য একটি নজির স্থাপন করেছে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিয়মিত তদারকির ফলে রাজস্ব আদায়ে এ সাফল্য এসেছে।
প্রতিদিনের ক্যাম্পাস / এমটি