নিখোঁজের ৬দিন পরেও রবিনের কোনো খবর নেই

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সোনায়মুড়ি থানা এলাকা থেকে মোঃ রবিন (২১) নামে এক যুবক হারিয়ে গেছে । নিখোঁজ রবিন(২১) লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের মৃত কালু মিয়া ও রত্না বেগমের ছেলে ।তিনি রামগঞ্জ বাজারে ডক্টরস ল্যাবে দাতের ক্যাপ বানানোর কাজ করতেন ।
রবিন (২১) নিখোঁজের ঘটনায় তার ভাই রিজু গত ৩১জানুয়ারি রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং :১৫৩৯
জিডিতে বলা হয়,গত ৩০জানুয়ারি আনুমানিক রাত ১০টার সময় নিজের ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে রামগঞ্জ বাজারে জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে নি । এ সময় থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ । তার উচ্চতা ৫ফিট ৬ ইঞ্চি, হালকা পাতলা গঠনের ,শ্যামলা মুখমন্ডল ও মধ্যম স্বাস্থর ।তার পড়নে ছিল জিন্সের প্যান্ট,শার্ট এবং জ্যাকেট ।সে নোয়াখলীর আঞ্চলিক ভাষায় কথা বলে ।
নিখোঁজ রবিনের ছোট ভাই রিজু বলেন ,আমার ভাইয়ের সাথে ৩০ জানুয়ারি রাত আনুমানিক ১০ টার দিক কথা হয়েছিল ।দীর্ঘ সময় হওয়ার পরেও বাড়ি না আসলে আমরা নিকট আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করি,অবশেষে সন্ধান না পেলে ৩১ জানুয়ারি রামগঞ্জ থানায় জিডি করি ।