বাধঁন ঢাকা কলেজ ইউনিটের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়

শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজ বাঁধন ইউনিট। আজ (৭ফেব্রুয়ারি) দুপুর ২ টা থেকে ঢাকা কলেজ হল প্রঙ্গনে এই কর্মসূচি পালন করেন।
সরেজমিনে দেখা যায়, দুইটি বুথের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় করছেন। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে রক্তের গ্রুপ নির্ণয় করছেন। বাঁধনের দায়িত্বশীল পর্যায়ের কয়েকজন নির্ণয়কারীদের রক্ত দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করছেন। স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
ঢাকা কলেজ বাঁধন ইউনিটের সভাপতি মো.হারুন বলেন, বাঁধনের মূল লক্ষ্য একদিন প্রত্যেকটি মানুষ তার রক্তের গ্রুপ জানবে, সে উদ্দেশ্যে মূলত বিনামূল্যে রক্তের গ্রুপ কর্মসূচি পালন করি, আজকে আমরা নতুন কমিটির নতুন কর্মসূচি হিসেবে হলে যারা আছে তারা যাতে ব্লাড গ্রুপ জানতে পারে সেজন্য বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি দিয়েছি।
তিনি আরো বলেন, সারা বছর আমরা মূলত ব্লাড ম্যানেজ করা,বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় , রক্তদানে উৎসাহিত করা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকি। বাধঁন মূলত বডি টু বডি ব্লাড দিয়ে থাকে। এজন্য অনেকের অভিযোগ আমরা সময় মতো রেসপন্স করতে পারি না যেহেতু আমরা ইনস্ট্যান্ট ব্লাড ম্যানেজ করি সেজন্য অনেক সময় আমাদের ব্লাড ম্যানেজ করতে দেরি হয়ে যায়। আমাদের কাছে প্রধানমন্ত্রীর জন্য ব্লাড ম্যানেজ করার যে গুরুত্ব, একজন রিকশা চালকের জন্যও ব্লাড ম্যানেজ করা সমান গুরুত্ব।