ঢাকসাসের আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ছবি: সংগৃহীত
ঢাকা কলেজ প্রতিনিধি :ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) আয়োজনে দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছিল রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে ২য় দিনের মতো কর্মশালা শুরু হয় । এ সময় বাংলাদেশ বেতারের উপস্থাপিকা নাহিদ শিউলির সেশনের মাধ্যমে কর্মশালা শুরু হয়।
এর আগে বুধবার ঢাকা কলেজের অধ্যক্ষ এটিএম ইলিয়াস দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন। এ দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ সংবাদদাতা কামরুজ্জামান, এএফপির ফ্যাট চেক এডিটর কুদরুদ্দিন শিশির, বাংলাদেশ টাইমসের লিড মোজো জার্নালিস্ট সাব্বির আহমেদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, bdnews24 এর সম্পাদক লুৎফর রহমান হিমেল। সভাপতি হিসাবে ছিলেন দেলোয়ার হোসাইন সভাপতি ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ও সঞ্চালাক ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা ।
প্রধান অতিথির বক্তব্যের শফিকুল আলম বলেন, " সামনের দিনগুলোতে সিদ্ধান্ত হবে আমরা কেমন বাংলাদেশ চাই। "কেমন বাংলাদেশ চাই" এই নিয়ে আপনারা ডিবেট করবেন। ডিবেট শুধু ভার্সিটিতে নয় স্কুল, কলেজ ও মাদ্রাসার ছেলে মেয়েরাও অংশগ্রহণ করবে এটা খুবই এসেনসিয়াল । আমরা স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাই তারা কেমন বাংলাদেশ চায়। আপনারা মনে করবেন না আমাদের কাজ জুলাই আন্দোলনে শেষ হয়েছে । নির্বাচন ডিসেম্বর অথবা আগামী মার্চ মাসের মধ্যে হবে। তবে এর আগে এই ডায়লগ গুলো জানতে চাই। এই ডায়লগ গুলোর মাধ্যমে শুধু আমরা আপনাদের কাছে মেসেজ পাব তা নয়। আপনারাও জানবেন একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা কেমন হয়। কেমন করলে দেশে সবার অধিকার অক্ষুন্ন থাকে এবং সবাই হারমনির সাথে বাঁচতে পারে। "
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, " এই যুগ সন্ধিক্ষণের সময়ে সবার পার্টিসিপেশন চাচ্ছি। স্বৈরাচারের দোসররা চাবে এই ডিবেট গুলোকে দূরে সরে রাখতে। তারা আমাদের বুদ্ধিভিত্তিক চর্চাকে চাবে ডিস্টার্ব করতে। তারা মিথ্যা নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে । তাদের বিভ্রান্তিমূলক নিউজকে ফেক প্রমাণ করে জানিয়ে দেওয়া আপনাদের জব। এটার জন্য প্রচুর জানতে হবে। সাংবাদিকতা করতে প্রচুর পড়তে হবে। "
তিনি আরো বলেন,আমরা অনেক ক্ষেত্রে নিজের অজান্তে ভুল তথ্য সংগ্রহ করে এমনভাবে উপস্থাপন করি যে এটা একটা নিউজ। এ সকল বিষয়ে সতর্ক থাকতে হবে। একটা ভুল তথ্য দিলে কতটা ভয়ংকর পরিণতি হতে পারে। এই ট্রেনিং টা খুবই এসেনশিয়াল। ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে সাধুবাদ জানাই এই ট্রেনিং করানোর জন্য। জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে মেয়েরা সবচেয়ে এগিয়েছিলেন। বাংলা ব্লকেটে ছেলেদের ভয় ভাঙ্গানোর জন্য একের পর এক মেয়েরা এগিয়ে আসছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে মেয়েদের যে কন্ট্রিবিউশন এটার জন্য ডিজার্ভ অনেকগুলো বই দরকার। শেখ হাসিনাকে নামানোর সবচেয়ে আগে কৃতিত্ব যদি থাকে তাহলে সেটা মেয়েদের। এ আন্দোলনে ঢাকা কলেজের যে রোল সেটা অনেক বড়। ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে ঢাকা কলেজের অবদান নিয়ে ডকুমেন্টারি করবে বলে আশা করছি ।