ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে  মানববন্ধন  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত
    • রাজনীতি
    • সকালেই পূর্ণ জামায়াতের সমাবেশ স্থল

    সকালেই পূর্ণ জামায়াতের সমাবেশ স্থল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    সকালেই পূর্ণ হয়ে গেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশস্থল । গতরাত থেকেই উদ্যানে অবস্থান নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ফজরের পর কার্যত পূর্ণ হয়ে গেছে সভাস্থল।

    আজ শনিবার (১৯ জুলাই) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় মহাসমাবেশ। দুপুর ২টায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকে মঞ্চ দখলে থাকবে দেশের খ্যাতনামা ইসলামি সংগীতশিল্পীদের। তবে ফজরেই পূর্ণ হয়ে গেছে সভাস্থল।

    সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম জাগো বলেন, আমার জেলা ঝালকাঠি থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন লঞ্চে। নির্দেশনা অনুযায়ী বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন। লঞ্চে কোনো হই-হুল্লোড় ছিল না। খাবার প্যাকেট নিয়ে ছিল না কোনো হট্টগোল। সিগারেটের কোনো ধোঁয়া ছিল না। পাওয়া যায়নি গাঁজা কিংবা অন্য কোনো নেশাদ্রব্যের ঘ্রাণ। দলবেঁধে জুয়া কিংবা তাস খেলার আসরও ছিল না।

    তিনি বলেন, খোঁজ নিয়ে জানলাম প্রত্যেকে নিজ খরচে তাদের দলের সমাবেশে যোগ দিতে ঢাকায় রওনা হয়েছেন- অর্থাৎ লঞ্চে একত্রে গেলেও প্রত্যেকে লঞ্চভাড়া নিজেরা বহন করছেন। তবে ঘুমানোর জায়গার কমতি ছিল। নিজে জেগে থেকে, বসে থেকে অন্য ভাইকে ঘুমানোর সুযোগ দিয়েছে। ইসলামি দলগুলোর সৌন্দর্য এখানেই। অন্য সব প্রোগ্রামেও দেখেছি এমন শৃঙ্খলা ও চেইন অব কমান্ড। সবার মধ্যে এমন শৃঙ্খলা ফিরুক এবং সবাই নিজ দেশের নাগরিকদের কল্যাণের জন্য রাজনীতি করুক এমনটাই চাওয়া।