পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী কলাবাগান থানা ছাত্রশিবিরের

ঐতিহাসিক “পল্টন ট্রাজেডি দিবস” উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাবাগান থানা। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় কলাবাগানের অন্তর্গত ভূতের গলি মসজিদের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সেক্রেটারি আবদুর রহমান আফনান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক সাইমুন ইসলাম সানি ,প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুর রশিদ এবং দাওয়াহ সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাবাগান থানার সেক্রেটারি এ্যাড আবদুল বারী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান আফনান বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় ও কলঙ্কিত দিন। এদিন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সন্ত্রাসী হামলায় ইসলামী আন্দোলনের বহু নেতা–কর্মী নির্মমভাবে শহীদ হন। প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টনে নিষ্ঠুরভাবে নিরস্ত্র ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের উপর হামলা চালানো হয়। যারা ন্যায়, সত্য ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার পথে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন, তাদের ওপর নেমে আসে নৃশংসতা, বর্বরতা ও রক্তপাতের ঝড়।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, আমরা সেই সকল শহীদ ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করছি, যাদের রক্ত এই জাতির বিবেককে নাড়া দিয়েছিল। তাদের ত্যাগ বৃথা যেতে পারে না—এই রক্তে তৈরি হয়েছে আমাদের নতুন প্রজন্মের অঙ্গীকার, ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী ও আদর্শিকভাবে এগিয়ে নেওয়ার প্রেরণা।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে আফনান বলেন, শিবিরের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই—২০০৬ সালের সেই রাজনৈতিক হত্যাযজ্ঞ গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রতি এক নির্মম আঘাত ছিল। আমরা সেই ঘটনার বিচার ও দায়ীদের শাস্তি দাবি করছি। একই সঙ্গে আমরা আহ্বান জানাই—দেশের মানুষকে সত্য ইতিহাস জানাতে হবে, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ ভাইদের রক্তের ঋণ শোধ হবে কেবল তখনই, যখন এই দেশে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায় ও শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে।
ইসলামের পতাকা বাংলার মাটিতে চিরভাস্বর থাকবে উল্লেখ করে তিনি বলেন, ২৮ অক্টোবর আমাদের জন্য শুধু শোকের দিন নয়—এটি দৃঢ় অঙ্গীকার, আত্মশুদ্ধি ও নতুন উদ্যমে আদর্শিক সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতির দিন। শহীদদের রক্তে আমরা শপথ নিচ্ছি—ইসলামের পতাকা এই বাংলার মাটিতে চিরভাস্বর থাকবে ইনশাআল্লাহ।
প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি