ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে  মানববন্ধন  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত
    • রাজনীতি
    • কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফের প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের নাজমুল হাসান

    কুমিল্লা-১ আসনে খন্দকার মোশাররফের প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের নাজমুল হাসান

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা, ২৫ জুলাই ২০২৫: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন সংগঠক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

    সমাবেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষণায় জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
    তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবিরোধী বক্তব্যের কারণে ১৮৩ দিন কারাভোগ করেন। ২০২২ সালে শহীদ আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে গ্রেপ্তার হয়ে দুই মাস কারাভোগ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নেতৃত্ব প্রদানকালে আবারও গ্রেপ্তার হন।

    নিজ নির্বাচনী অঙ্গীকারে নাজমুল হাসান বলেন, “সর্বোচ্চ চেষ্টা করব, সফলতার মালিক রাব্বুল আ’লামীন। মানুষ এখন সৃষ্টিশীল রাজনীতি চায়—পুরনো দুই দলের ক্ষমতা ও আয়কেন্দ্রিক রাজনীতি আর চায় না। জনগণের অধিকার, স্বচ্ছ রাজনীতি, তরুণদের কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”
    তিনি আরও বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে কুমিল্লা-১-কে পরিবর্তনের পথে নিতে চাই।”


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওএস