বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কমল রিডিং ক্লাবের আলোচনা সভা

কমল রিডিং ক্লাব ঢাকা কলেজ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে " খালেদা জিয়ার অপর নাম,আপোষহীন সংগ্রাম" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৬ আগস্ট) দুপুর ২ টায় ঢাকা কলেজ গ্যালারী ৪ এ চার ঘন্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমল রিডিং ক্লাব ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ আলোচনা সভায় সভাপতিত্বে করেন ঢাকা কলেজ কমল রিডিং ক্লাবের উপদেষ্টা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহিউদ্দিন মাফি'র ও সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোয়াইব আহমেদ সজীব ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল। প্রধান বক্তা হিসেবে ঢাকা কলেজের সদস্য সচিব মিল্লাদ হোসেন ও বিশেষ বক্তা হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন ইমন,যুগ্ম আহবায়ক যথাক্রমে মামুনুর রহমান,আবির রায়হান ও কেন্দ্রীয় নেতা শামীম শেখ সহ অনেকেই বক্তব্য রাখেন।।
এ বি এম ইজাজুল কবির রুয়েল বলেন,বেগম খালেদা সাধারণ গৃহবধু থেকে দেশকে ও এই জাতিকে নেতৃত্ব দিয়ে এসেছেন। বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকাল থেকে যার নেতৃত্বে দিশা পেয়েছেন, নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার দৃঢ়চেতা মনোভাব, সংগ্রামী জীবন ও আপোষহীনতা সবকিছু এদেশের মানুষের জন্য। এদেশকে একটি সুখি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য তিনি এই ত্যাগ স্বীকার করে গেছেন। খালেদা জিয়াকে অনেক লোভ-লালসা দেখানো হয়েছে কিন্তু তিনি আয়েশি জীবন ছেড়ে দেশের জন্য দীর্ঘ ৬ বছর কারাগারের অন্ধ প্রকষ্টে বন্দি ছিল। তাই ছাত্রদলের নেতাকর্মীদের দেশের জন্য দায়ীত্ব ও দায়বদ্ধতা রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের বাংলাদেশ প্রশ্নে আপসহীন থাকতে হবে।