খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে হাফেজ এতিম ছাত্রদের নিয়ে খাবার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শনিবার( ১৬ আগস্ট) ঢাকার একটি এতিম মাদ্রাসায় এ আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক এতিম হাফেজ শিশু ও সংশ্লিষ্টদের রাতের খাবার পরিবেশন করা হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ জেনিন ।
অনুষ্ঠানে জামাল আহমেদ জেনিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোশনালে মিথ্যা মামলায় ২০১৮ সালে কারাবরণ করেন। দীর্ঘ প্রায় দুই বছর কারাগারে থাকাবস্থায় চিকিৎসার অভাবে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হন, আজ পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। বাংলাদেশ এবং খালেদা জিয়া একে অপরের পরিপূরক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এতিম হাফেজ ছাত্রদের নিয়ে খাবার ও দোয়ার আয়োজন করে সকলের কাছে দোয়া কামনা করা হয় যাতে করে তিনি দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে দেশগঠনে ভূমিকা রাখতে পারেন।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। তাদের ত্যাগের কাছে আমরা কিছুই না। বাংলাদেশ ও দেশের জনগণের জন্য বেগম জিয়া ৮০ বছর বয়সেও জেল খেটেছে। আমি আলেম ও হাফেজ সমাজ সহ দেশবাসি সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি।
অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান, সাবেক সহ-সাধারন সমৃপাদক মহিব্বুলাহ আল মুরাদ, যুগ্ম-আহ্বায়ক এইচ.এম মনির,আহ্বায়ক সদস্য বুলবুল আহমেদ রাফি,আহ্বায়ক সদস্য ইমরান খান সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানান।