আল্লামা সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা টিটিসি কলেজ ছাত্রশিবিরের দোয়া মাহফিল

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ শাখা।
শনিবার (১৬ আগস্ট) বাদ আসর টিটিসি কলেজের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্রশিবির ঢাকা টিটিসি কলেজ শাখার সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা সেক্রেটারি আব্দুর রহমান আফনান বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সব সময় ইসলামের জন্য কাজ করেছেন। শুধু ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল।’
তিনি বলেন, ‘আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের ধারা পরিবর্তন করে দিয়েছিলেন। অতীতে মাহফিল অর্থই ছিল কেচ্ছা কাহিনি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই কেচ্ছা কাহিনির পরিবর্তন ঘটিয়ে কোরআন ও হাদীসের আলোকে তাফসির করতেন। তিনি কোরআন দিয়ে আল্লাহর সৃষ্টি এমনভাবে বিশ্লেষণ করতেন, যা সবার মনোজগত আকর্ষণ করতো। এটা তার বক্তব্যের অনন্য একটা গুণ ছিল। তার রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।’
দোয়া মাহফিল ও আলোচনা সভা পরবর্তী শিক্ষার্থীদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।