ঢাকা কলেজে গ্ৰীন ভয়েসের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

"যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে" এই স্লোগানকে ধারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গ্ৰীন ভয়েস ঢাকা কলেজ শাখা। শুক্রবার (০৭ নভেম্বর) বাদ জুমা কলেজের কেন্দ্রীয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযান শেষে গ্রীন ভয়েস ঢাকা কলেজ শাখার সভাপতি আসাদুল ইসলাম বলেন, "যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে" এই স্লোগানকে ধারণ করে আমরা আজকের এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি। পরিবেশ রক্ষা করা শুধু কোনো সংগঠন বা নির্দিষ্ট ব্যক্তির কাজ নয়, বরং আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই, তাহলে আমাদের ক্যাম্পাস আরও পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত হবে।
তিনি আরও বলেন, আজকের অভিযানে মাঠের পলিথিন, প্লাস্টিক, বোতল ও ডাবের খোসাসহ বিভিন্ন বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলা হয়েছে। তবে এই কার্যক্রম যেন শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে জন্য সবাইকে প্রতিদিনই ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।"
প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি