ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে  মানববন্ধন  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত
    • ক্যাম্পাস
    • টিচার্স ট্রেনিং কলেজে শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

    টিচার্স ট্রেনিং কলেজে শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য "ফ্রি মেডিকেল ক্যাম্প" এর আয়োজন করে টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রশিবির।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাসনাত জাহান। মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের ব্লাড ডোনেশন, ব্লাড গ্রুপিং ও রিপোর্ট প্রদান, ফ্রি টেস্ট, ফ্রি মেডিসিন সেবা প্রদান করা হয়। এছাড়া মেডিসিন বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞ কর্তৃক শিক্ষার্থীদের চিকিৎসক সেবা প্রদান করা হয়।

    ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে অধ্যাপক হাসনাত জাহান বলেন, " আমাদের যারা শিক্ষার্থী আছে তারা তাদের রক্তের গ্রুপ অনেকেই জানে না। তাদের জন্য জীবনের ক্ষেত্রে একটা বিশাল সুযোগ থাকবে যে ফ্রিতে তারা রক্তের গ্রুপটা জেনে গেল। আর যাদের ডায়াবেটিস আছে অবশ্যই শিক্ষার্থীদের ডায়াবেটিস না থাকারই কথা কিন্তু চাইলেই বিনামূল্যে তা তার জানতে পারছে। আমরা যারা শিক্ষক আছি আমরা আমাদের ডায়াবেটিস, প্রেসার মাপলাম। 

    এসময় ছাত্রশিবিরের উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান তিনি।

    সেবা গ্রহণকারী শিক্ষার্থী রিফা তাসফিয়া বলেন, আমি মূলত স্কিন প্রবলেম নিয়ে এসেছিলাম। এখানে ফ্রিতে সেবা দিচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। ইভেন এখানে ফ্রিতে মেডিসিনও দিচ্ছে যার যার প্রেসক্রিপশন অনুযায়ী, সবাই বিনামূল্যে এই সেবাটা পাচ্ছে। এমনিতে হসপিটালে প্রেসক্রিপশন,মেডিসিন সবকিছু মিলে খরচটা একটু বেশি পড়ে যায় বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা ফ্রিতেই এসব সেবা পাচ্ছি। এজন্য শিবিরকে ধন্যবাদ জানাই।

    আরেক শিক্ষার্থী তাহমিনা আক্তার শান্তা বলেন, আজকে আমাদের এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে যেটা ছাত্রশিবিরের পক্ষ থেকে। আমি আমার স্কিনটা টেস্ট করেছি, আমার স্কিনে কিছু প্রবলেম হচ্ছিল দেখানোর পর উনি কিছু ঔষধ দিয়েছেন, তারপর কিছু পরামর্শ দিয়েছে, তারপর এখানে  ওয়েটটা চেক করেছি, তারপরে প্রেসারটা চেক করেছি, তারপর ব্লাড গ্রুপিং এরও ব্যাবস্থা তারা রেখেছে, তারপর এখানে মেডিসিনও দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি ওনাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আমরা চাই যে ফিউচারে যেন আরো এরকম উদ্যোগ নেওয়া হয়। 

    সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র শিবিরের সভাপতি হাসিবুল হাসান বলেন, আমাদের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকা, স্টাফ এবং সর্বমহলে আমাদের পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে যারা আছেন তাদের সবার সেবার ধারাবাহিকতায় রক্ষার জন্যে আজকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে থাকছে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং স্কিন বেশেষজ্ঞ ডাক্তার। তার পাশাপাশি আমরা রাখছি ফ্রি মেডিসিন, ফ্রি বিভিন্ন টেস্ট, ব্লাড ডোনেশন, ব্লাড গ্রুপিং এবং রিপোর্ট প্রদানবঅর্থাৎ কেউ যদি ব্লাড পরীক্ষা করে থাকে তাকে সার্টিফিকেট দেয়া হচ্ছে। এগুলো আমাদের আজকের পরিকল্পনা সাধারণ শিক্ষার্থীদের জন্য। সাধারণ শিক্ষার্থীদের জন্য অতীতের মতো আগামীতেও ছাত্রশিবির কাজ করে যাবে বলেও জানান তিনি।


    প্রতিদিনের ক্যাম্পাস/ এ এম