ঢাকা ও আইডিয়াল কলেজের মধ্যে শান্তি চুক্তি অনুষ্ঠান

ঢাকা কলেজ প্রতিনিধি : রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘর্ষের ধারাবাহিকতা থামাতে নিউমার্কেট থানার ওসির উদ্যোগে শান্তি চুক্তির আয়োজন ।
৯ নভেম্বর (রবিবার) ২০২৫, বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজের অডিটোরিয়ামে দুই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। পাল্টা সৌহার্দ্যের বার্তা হিসেবে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান।
ঢাকা কলেজের শিক্ষার্থী মুহিত বলেন, “বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য আমরা বারবার মুখোমুখি হয়েছি। জুলাই-আগস্টে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়েছি। ভবিষ্যতে দেশের স্বার্থে কোনো বাধা এলে, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ঐক্যবদ্ধভাবেই তা মোকাবিলা করবে।”
আইডিয়াল কলেজের শিক্ষার্থী ফাহিম বলেন, “আমরা একসময় ভুল বোঝাবুঝিতে ছিলাম। আজ বুঝলাম—ঢাকা কলেজ আমাদের ভাই, বন্ধু। আমাদের প্রতিযোগিতা হবে পড়াশোনা আর ফলাফলে, ঝামেলা বা সংঘর্ষে নয়।”
ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস বলেন, “এই চুক্তির উদ্দেশ্য আমাদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি দূর করা। কোনো শিক্ষার্থী বিপদে পড়লে দুই কলেজই একে অপরকে সহযোগিতা করবে। উচ্চমাধ্যমিক সময়টা খুব গুরুত্বপূর্ণ—এটা মাথায় রেখে সবাইকে চলতে হবে।”
আইডিয়াল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক বলেন, “আজ আমাদের জন্য আনন্দের দিন। মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভুল ব্যবহারেই বেশিরভাগ ঝামেলা হয়। সবাই ভাই-ভাই হয়ে চলবে, ঝামেলায় জড়াবে না। তোমরাই দেশের ভবিষ্যৎ।”
নিউমার্কেট থানার ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, “ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ—এই কলেজগুলোর মারামারির সুনির্দিষ্ট কারণ থাকে না। আজকের এই দৃশ্য খুবই ইতিবাচক। ছাত্রদের কাজ এখন পড়াশোনা করা। কোনো সমস্যা হলে আমরা পাশে থাকবো।”
অনুষ্ঠানটি দুই কলেজের মধ্যে শান্তি, বন্ধুত্ব, সহযোগিতা ও সৌহার্দ্য বাড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার্থী ও কর্তৃপক্ষরা আশা প্রকাশ করেন—ভবিষ্যতে এই বন্ধন বজায় থাকবে এবং দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলবে।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস