ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে  মানববন্ধন  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত
    • ক্যাম্পাস
    • রাজশাহী মহিলা পলিটেকনিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    রাজশাহী মহিলা পলিটেকনিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

     

     

     

    রাজশাহী কলেজ প্রতিনিধি : “দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হলো ‘বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’।

     

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শুরু হয় দিনব্যাপী এ প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল— ‘দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়।’

     

    প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ।

     

    অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন।

     

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে বিতর্ক প্রতিযোগিতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের চর্চা অব্যাহত রাখতে হবে। এতে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকশিত হবে এবং তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

     

    বিতর্ক প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

     

     

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস // এএস