ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে  মানববন্ধন  অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা: তারেক রহমান প্রাথমিক শিক্ষকদের সারা দেশে কর্মবিরতির ঘোষণা  কুমিল্লার বড়ইয়াকান্দি যুব সমাজের উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি ৪৪তম বিসিএস সংশোধিত ফলাফলে বাদ পড়লেন কারা, নতুন ক্যাডার কতজন এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল ১৬ নভেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সভাপতি ছামির, সম্পাদক মেহেদী ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন থেকে বাদ পড়াদের সময় বাড়াল মাদ্রাসা বোর্ড ঢাকা কলেজে জুলাই যোদ্ধা আরমান আহমেদের জানাজা অনুষ্ঠিত
    • ক্যাম্পাস
    • রাজশাহী কলেজে ইতিহাস বিভাগের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা

    রাজশাহী কলেজে ইতিহাস বিভাগের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    রাজশাহী কলেজে প্রতিনিধি :  রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা প্রফেসর ড. মো: রেজাউল করিম ও সহকারী অধ্যাপক মো: আবুল বাসার কে বিদায় সম্মাননা জানায় বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা।

     

    মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে ইতিহাস বিভাগের ২০২ নম্বর কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান। সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: আল আমিন হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগে অধ্যাপক শামীম আরা, সহযোগী অধ্যাপক মো: আনিসুজ্জামান মানিকসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

     

    অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুর রহমান বলেন, আমি বিভাগীয় প্রধান থাকাকালীন আমার দুইজন সুযোগ্য সহকর্মী বিদায় নিচ্ছেন এটা আমার জন্য বেশি কষ্টের। তাদের বিদায় নেওয়ার মাধ্যমে আমাদের বিভাগের যে শূন্যতা তৈরি হলো সেটা কখনো পূরণ হবার নয়। সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের এটা মেনে নিতে হবে। আমরা সর্বোপরি আমাদের দুইজন সহকর্মীর ভবিষ্যৎ সাফল্য কামনা করি।

     

     সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুইজন শিক্ষক তাদের আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন। এসময় বিদায়ী বক্তব্যে প্রফেসর ড. মো: রেজাউল করিম বলেন, তোমাদের অভ্যাস বদলাতে হবে। প্রতিদিনের রুটিনে পড়ার অভ্যাস নিয়ে আসতে হবে। তোমাদের ব্রেইন আইনস্টাইনের মতো না হলেও যেই ব্রেইন আছে ওটাকে কাজে লাগাতে পারলে তোমরা আইনস্টাইনের মতো কিছু করতে পারবে। আল্লাহ যেই সম্পদ দিয়েছেন, যেই মেধা দিয়েছেন সেটাকে কাজে লাগাতে হবে।

     

    তিনি বলেন, রাজশাহী কলেজে ঢুকা যায় তবে বের হওয়া যায়না। রাজশাহী কলেজের ইতিহাস বিভাগ আমার প্রাণের জায়গা। আমি যেখানেই থাকি তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

     

    বিদায় মুহূর্তে আবেগঘন কন্ঠে সহকারী অধ্যাপক মো: আবুল বাসার বলেন, রাজশাহী কলেজ আমার জীবনের অর্জনের একটি বড় স্মৃতিবিজড়িত জায়গা। শিক্ষকতা জীবনে ইতিহাস বিভাগে আমার যে অর্জন এবং শিক্ষার্থীদের কাছে থেকে পাওয়া ভালোবাসা কখনো ভুলে যাওয়ার মতো নয়। আমি সবসময় চেষ্টা করেছি আমার শিক্ষার্থীদের কাছে আমার জ্ঞানের সবটুকু পৌঁছে দিতে। আমার শিক্ষার্থীদের প্রতি আমার ভালোবাসা ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

     

    অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের বিভিন্ন উপহার প্রদান করে কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শিক্ষার্থীদের স্মৃতিচারণা ও অশ্রুসিক্ত বিদায়।

     

    উল্লেখ্য প্রফেসর ড. মো: রেজাউল করিম নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন এবং সহকারী অধ্যাপক মো: আবুল বাসার শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজে যোগদান করেছেন।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস