রাজশাহী কলেজে প্রাণিবিদ্যা বিভাগের মিলন মেলার তারিখ নির্ধারণ

রাজশাহী কলেজ প্রতিনিধি : রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই আ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রাক্তনী মিলনমেলার আনুষ্ঠানিক তারিখ আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ঘোষণা করা হয়েছে ।
৫ নভেম্বর বুধবার কলেজের প্রাণিবিদ্যা বিভাগের কনফারেন্স রুমে এই মিলন মেলার তারিখ ঘোষণা করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জাহানারা আক্তার বানু, অধ্যাপক ড. সারওয়ার জাহান, মাহফুজা চৌধুরী,এস এম তাজুল ইসলাম, স্মৃতি সারোয়ার সহ অন্য শিক্ষকমন্ডলী এবং প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ প্রামানিক এবং বরেন্দ্র কলেজের বর্তমান প্রিন্সিপাল রনজিৎ সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই আ্যাসোসিয়েশন এর আহব্বায়ক গোলাম কালাম মুরশেদ এবং উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ন আহব্বায়ক নাহিদ রিয়াজ করিম। এছাড়াও প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা উক্ত রেজিষ্ট্রেশন উদ্বোধন অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত ছিলেন। ৫ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস