ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস

প্রস্তাবিত আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজি

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র প্রস্তাবিত আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  প্রতিনিধিদল। 

শনিবার (৮ জুলাই) মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটি তারা পরিদর্শন করেন।

ইউজিসির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের নেতৃত্বে পরিদর্শনে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলাম। 

এছাড়া আইইবির পক্ষ থেকে ছিলেন ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু, প্রকৌশলী মো. মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী কাজী খায়রুল বাশার এবং আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী উপস্থিত ছিলেন।

এই সময় আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ইউজিসির প্রতিনিধিবৃন্দ আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুন্সীগঞ্জের গজারিয়ায় শত বিঘা জমির স্থায়ী ক্যাম্পাস সরেজমিনে ঘুরে দেখেন।


সর্বশেষ