ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
  • ঢাবি সাত কলেজ
  • আইডিয়াল ও ঢাকা কলেজের সংঘর্ষ ;মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করল ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

আইডিয়াল ও ঢাকা কলেজের সংঘর্ষ ;মানবিক দৃষ্টান্ত সৃষ্টি করল ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ কালে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী ঢাকা কলেজ শিক্ষার্থীদের  হাতে আটকা পড়লে মানবিক দৃষ্টিকোণ থেকে ছেড়ে দেয় ঢাকা কলেজের  শিক্ষার্থীরা। 

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ কালে আইডিয়াল কলেজের দুজন শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে আটকা পড়ে। পরে শিক্ষার্থীরা তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে ছেড়ে দেয়। 

এর আগে ঢাকা কলেজের বাস ভাঙ্গা কে কেন্দ্র করে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ বাঁধে।

বৃহস্পতিবার ১২ টা এর আগে, দুপুরে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ঢাকা কলেজের বিজয় ৭১ নামের একটি বাস ক্যাম্পাসে ফিরছিল। পথিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বাসটি ভাঙচুর করে। এ ঘটনায় বাসটির জানালা ও পেছনের কাচ ভেঙে যায়।
তার পরিপ্রেক্ষিতে ঢাকা কলেজ আইডিয়াল কলেজ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষবাঁধে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়।


সর্বশেষ