ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের উদ্যোগে  মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত  হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ ব্রাজিলের এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত জানালো - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করা হবে না ; স্বরাষ্ট্রমন্ত্রী
    • শিক্ষা আন্দোলন
    • দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী

    দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগৃহীত

    সরকারি চাকরিতে কোটা সংস্কার ও প্রধানমন্ত্রির বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১২ জনকে হাসপাতালের জরুরি ভর্তি করা হয়েছে।

    আজ সোমবার রাত ৯টায়  পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও অন্যান্য বেসরকারি হাসপাতালেও কেউ কেউ চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

    আজ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা  শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাঁদের ধরে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

    ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অধিকাংশই আন্দোলনকারী শিক্ষার্থী। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। অন্যদিকে ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, ভেতরে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছিল। বাইরেও বেশ কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসার জন্য অপেক্ষায় ছিলেন।এক পর্যায়ে তাদের উপর হাসপাতালে ঢুকে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

     


    সর্বশেষ