ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের উদ্যোগে  মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত  হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ ব্রাজিলের এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত জানালো - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করা হবে না ; স্বরাষ্ট্রমন্ত্রী
    • শিক্ষা ব্যবস্থা
    • তাপপ্রবাহে স্কুল বন্ধ রাখার মানসিকতা পরিহার করতে হবে ; শিক্ষামন্ত্রী

    তাপপ্রবাহে স্কুল বন্ধ রাখার মানসিকতা পরিহার করতে হবে ; শিক্ষামন্ত্রী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    স্কুল বন্ধের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেছেন, তাপমাত্রার দোহাই দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিভাবকরা স্কুল বন্ধের দাবি জানান। অথচ একই সময় অন্যান্য প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে।

    রবিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র ঢাকার তাপমাত্রা বিবেচনায় নিয়ে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যুক্তযুক্ত হবে না। দেশের মাত্র ৫টি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিস্তর। এই তাপমাত্রা দেশের জন্য নতুন নয়।

    তিনি আরও বলেন, এ ছাড়া বিভিন্ন শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের বাড়তি চাপ রয়েছে। এসব ঘাটতি পুরণে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কারিকুলামের ধরন অনুযায়ী সারা বছর শনিবার বন্ধ দেওয়া উচিত হবে কিনা, সে নিয়ে আলোচনা আছে। তবে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


    সর্বশেষ