ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের উদ্যোগে  মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত  হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ ব্রাজিলের এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত জানালো - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করা হবে না ; স্বরাষ্ট্রমন্ত্রী
    • ক্যাম্পাসের খবর
    • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন

    সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    পুরান ঢাকায় ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনগুলো  শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ২৪ অক্টোবর অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায়ের অনুমতিক্রমে ২০১৮-১৯ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ ইলিয়াছের হাত ধরে লায়ন্স ইন্টারন্যাশনাল এর অন্তর্ভুক্ত যুব সংগঠন লিও ক্লাবের কলেজে কার্যক্রম শুরু হয়।

    এরপর ১৪ই নভেম্বর, ২০২৪ এই ক্লাবটি অফিসিয়ালি লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার লাভ করে।কলেজের লিও ক্লাবের চার্টার লাভের পর পৃষ্ঠপোষক লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের সম্মানিত লায়ন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন স্যার সকল লিও সদস্যদের শুভেচ্ছা জানান।

    তিনি বলেন, "লিওরা হলো আগামীর ভবিষ্যত। আমরা লায়নরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য সব সময় কাজ করি একই সাথে যুবরা যেন ভবিষ্যতে একজন সুনাগরিক এবং দক্ষ লায়ন সদস্য হয়ে একইভাবে সমাজের জন্য ভূমিকা রাখতে পারে তার জন্য সবসময় কাজ করছে। লিওদের আত্মউন্নয়নে বিভিন্ন ট্রেনিং আয়োজন করা এবং সমাজসেবার মাধ্যমে তাদের মধ্যে মনুষ্যত্বকে বিকশিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।" 

    এই ক্লাব সম্পর্কে অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় বলেন, " আমি নিজেও একজন লায়ন সদস্য। আমিও অনেক আনন্দিত যে আমার কলেজেও এই সামাজিক সংগঠনটি শুরু হতে যাচ্ছে। লিওরা লায়ন্স ক্লাবের সাথে একসাথে সমাজের যে ইতিবাচক পরিবর্তন আনছে তা খুবই প্রশংসনীয়।"

    এই ক্লাবের প্রতিষ্ঠাতা লিও মোঃ ইলিয়াছ বলেন, "আমরা লিওরা প্রতিনিয়ত লায়ন্স ক্লাবের সাথে কাজ করার মাধ্যমে নিজেদেরকে বিকশিত করছি। আমরা বিশ্বাস করি লায়ন্স ক্লাবের অন্তর্ভুক্ত লিও ক্লাবের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা নিজেদেরকে সমাজের যোগ্য ও একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠবে।"

    লিও ক্লাব হলো লায়ন্স ইন্টারন্যাশনালের ইয়ুথ প্রোগ্রাম এবং এর সদস্যদের "লিও" উপাধি দেওয়া হয়। LEO শব্দটার একটা elaboration বা, motto আছে। যেখানে L= Leadership, E= Experience, O= Opportunity কে বুঝায়। সোহরাওয়ার্দী কলেজের লিও ক্লাবের স্লোগান হলো "Leadership, Fellowship & Service"

    উল্লেখ্য যে, লিও ক্লাবের একটি করে পৃষ্ঠপোষক লায়ন্স ক্লাব থাকে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবটি ঐতিহাসিকবাহী ক্লাব, লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক চার্টার লাভ করে।  


     


    সর্বশেষ