ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনাল চার্টার অর্জন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের উদ্যোগে  মাওলানা ভাষানীর মৃত্যুবার্ষিকী পালিত  হল প্রভোষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ কোয়ার্টার ফাইনালের স্বপ্ন শেষ ব্রাজিলের এইচএসসির আরো ৪ পরীক্ষা স্থগিত আলোচনার বিষয়ে সিদ্ধান্ত জানালো - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিনব্যাপী ছাত্রলীগের হামলায় ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন ২৯৭ জন শিক্ষার্থী স্মারকলিপি প্রদান শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে এসেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করা হবে না ; স্বরাষ্ট্রমন্ত্রী
    • স্কলারশিপ
    • ইন্দোনেশিয়া দিচ্ছে ২২২ বৃত্তি, আবেদন করুন দ্রুত
    বৃত্তি

    ইন্দোনেশিয়া দিচ্ছে ২২২ বৃত্তি, আবেদন করুন দ্রুত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্দোনেশিয়া সরকার। বিদেশি শিক্ষার্থীদের জন্যই এ বৃত্তি। এ বৃত্তির কেতাবি নাম কেএনবি (কেমিত্রান নেগারা বার্কেমব্যাংক)।  সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও। বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় ৩১টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়ার সুযোগ মিলবে। ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার করা যাবে কেএনবি বৃত্তি মিললে। আবেদনকারীকে কেএনির ওয়েবসাইট থেকে বৃত্তির আমন্ত্রণপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সব নথিসহ অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।


    বৃত্তির সংখ্যা;

    মোট বৃত্তি সংখ্যা ২২২। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৩০, স্নাতকোত্তর পর্যায়ে ১৬২ ও ডক্টরাল পর্যায়ে ৩০টি বৃত্তি।

    প্রোগ্রামের মেয়াদ;

    সর্বোচ্চ এক বছর মেয়াদি ইন্দোনেশিয়ান ভাষা কোর্স ও মাস্টার প্রিপারেটরি প্রোগ্রাম;

    সর্বোচ্চ ৪৮ মাস (৮ সেমিস্টার) মেয়াদি স্নাতক ডিগ্রি;

    সর্বোচ্চ ২৪ মাস (৪ সেমিস্টার) মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি;

    সর্বোচ্চ ৪৮ মাস (৮ সেমিস্টার) মেয়াদি ডক্টরেট ডিগ্রি।

    আবেদনের যোগ্যতা; 

    স্নাতক প্রোগ্রাম: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২১ বছর। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে। আবেদনের গত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।

    স্নাতকোত্তর প্রোগ্রাম: আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর। স্নাতক ডিগ্রিসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৫০০, টোয়েফল আইবিটি ৬১, আইইএলটিএস ৬, টোয়িক ৫৭৫ স্কোর থাকতে হবে। আবেদনের প্রশংসাপত্র দুই বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে।

    ডক্টরেট প্রোগ্রাম: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ হতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৫৩০, টোয়েফল আইবিটি ৭১, আইইএলটিএস ৬, টোয়িক ৬৪০ স্কোর থাকতে হবে। আবেদনের সময় গত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।

    সুযোগ-সুবিধা—

    সম্পূর্ণ অর্থায়িত টিউশন ফির পাশাপাশি সেটেলমেন্ট ভাতা;

     জীবনযাপন ভাতা বা লিভিং অ্যালাউন্স;

     ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষা কোর্স;

     রাউন্ড-ট্রিপ ইকোনমি বিমান টিকিট;

    স্বাস্থ্যবিমা;

     মাসিক গবেষণা ও বই ভাতা দেওয়া হবে;

     পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদের গবেষণা প্রকাশনাও থাকবে।

    আবেদনের শেষ সময়;
     
    আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় আগামী শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি। 


    সর্বশেষ